মেম্বারশীপ ওয়েবসাইট। ওয়ার্ল্ড ইন্টারনেট মার্কেটিং এ বর্তমান ট্রেন্ড। ধরুন ১০০ জনকে নিয়ে একটা মেম্বারশীপ সাইট খুললেন। মানথলি প্রাইস ১০ ডলার। তার মানে ধরে রাখতে পারলে ১০০ জন দিয়েই আপনার বার্ষিক আয় মিনিমাম ১২ হাজার ডলার। ৫০০ হলে ৬০ হাজার ডলার! আর যদি ১০০ ডলার প্রাইস হয় তাহলে ১০০ মেম্বার এ ১ লাখ ডলার। ৫০০ তে ৬ লাখ ডলার। অনেকে বলবেন ভাই মেম্বারশীপ ওয়েবসাইট করার সাধ্য আমার নেই। এগুলো করতে অনেক ঝামেলা। প্রোডাক্ট বা সার্ভিস লাগবে। সাইট বানানো,র্যাংক অনেক টাফ! তাহলে রিকারিং এফিলিয়েট করতে পারেন। আমরা সাধারনত ওয়ান পেমেন্ট প্রোডাক্টগুলো বেশি সেল করি। একসাথে অনেকগুলো ডলার পাওয়া যায় বলে। কিন্তু মেম্বারশীপ সাইট বা রিকারিং এফিলিয়েট এর মার্কেটিং করলে কিন্তু একটা প্যাসিভ ইনকাম থেকে যায়। সেইম পরিমান খাটলে ওয়ান টাইম পেমেন্টকে প্যাসিভ ইনকামে পরিনত করা যায়। আর বুঝেনিতো প্যাসিভ ইনকাম মজাদার কেমন । তা যদি অল্পও হয়। এরকম অনেক কোম্পানি আছে যেমনঃ এওয়েবার, সেলফাই, মেইলারলাইট ইত্যাদি।