ইন্সটাগ্রামঃ
লিস্ট বিল্ডিং এর জন্য বেশ কার্যকরী একটা মেথড ইন্সটাগ্রাম এড। তবে এটা ফেসবুক থেকে দেয়া এড দিয়ে নয়। পারসনালি এডমিনদের সাথে কন্টাক্ট করে এড দিবো। আপনার নিশ অনুযায়ী বেশি ফলোয়ার ইন্সটাগ্রাম আইডিগুলো খুজুন। মিনিমাম ১ মিলিয়ন ফলোয়ার যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন। ৪-৫ টি আইডির লিস্ট করুন। দেখবেন আইডির বায়োগ্রাফিতে তাদের সাথে কন্টাক্ট এর জন্য ইমেইল এড্রেস দেয়া আছে অথবা তাদের ওয়েবসাইটের লিংক দেয়া আছে। কন্টাক্ট ইমেইল কালেক্ট করে তাদেরকে ইমেইল পাঠান যে আপনি ২৪ ঘন্টার জন্য তাদের আইডির বায়োগ্রাফিতে আপনার ল্যান্ডিং পেজ এর লিংক এর এড দিতে চান।তারা যদি এভেইলএবল থাকে তাহলে প্রাইস নিয়ে আলোচনা করবেন। সধারণত ১ মিলিয়ন এর আইডিগুলোতে ২৪ ঘন্টার জন্য ১৫০ থেকে ২৫০ ডলার পর্যন্ত রাখে। অনেকে এর কমও রাখে সেটা আলোচনা করে দেখবেন। ইন্সটাগ্রামে এভাবে এড দেয়ার ক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখবেন- ল্যান্ডিং পেজ এ যেনো মোবাইল ভিউ থাকে, প্রোডাক্ট সেল না করে ফ্রি ইবুক গিফট দিন এতে অপ্টিন রেট বেশি থাকবে। এভাবে এড দিলে কেমন অপ্টিন পাওয়া যায়? ১ মিলিয়ন আইডিগুলোতে ২৪ ঘন্টা এড দিলে ১০০ থেকে ৫০০ লিড বা তার বেশিও পাওয়া যায়। এটা মেক মানি নিশের উপর বেশি কার্যকরী।
পিটিসি সাইটঃ
যারা মেক মানি নিশ নিয়ে কাজ করেন তারা কম খরচে ভালো অপ্টিন পেতে পিটিসি সাইটে এড দিতে পারেন। পিটিসি নির্দিষ্ট কান্ট্রিগুলোতে টার্গেট করা যায়। এখানে অপ্টিন রেট বেশ ভালোই হয়। কারণ সবাই মেক মানিতে খুব ইন্টারেস্ট এবং এরা অধিকাংশরাই জানেনা কিভাবে অনলাইনে সঠিক ওয়েতে ইনকাম করতে হয়। এদেরকে নিয়ে মেক মানি নিশে অনেক কিছু করা যাবে। দরকার শুধু লিডগুলোকে নার্সিং করা। পিটিসি সাইটের জন্য ক্লিকসেন্স,নিউবাকস ইত্যাদিতে এড দিতে পারেন।
লিস্ট বিল্ডিং ট্রাফিক নিয়ে শীঘ্রই আরো লেখা আসছে ততদিন চোখ রাখুন ব্লগটিতে।